Paap Jomai (Aynabaji Movie Song) Movie: AYNABAJI

Paap Jomai (Aynabaji Movie Song) Movie: AYNABAJI Paap Jomai (Aynabaji Movie Song) Offcial Band Endorsement : CHIRKUT


যা দেখছো, তা তা না, সব দেখা,জানা না, এক দুনিয়া,ফানা ফানা, আরেক দুনিয়া,যাওয়া মানা, না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,আমার কি দোষ খালি পাপ জমাই।। জগৎে জনমে যাহারে মিলায় না, তাহারে খুঁজিতে মনো ধরে শুধু বায়না, না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই।। তোমার মাঝে অন্য কেউ বাজে, আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে, তারে তুমি দেখিতে চাওনা, লুকোচুরিতে নিজেরে পাওনা। না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই।

Comments

Popular posts from this blog

Tor Jonyo (bangla) - Open Tee Bioscope

Song: Tumi Chaile (OST of Eid Telefilm "Happy Ending")

Song : Koshto Singer : Tahsan