Posts

Showing posts from December, 2017

Tor Jonyo (bangla) - Open Tee Bioscope

Image
Song - Tor Jonyo Singer - Prosen & Mou Movie - Open Tee Bioscope Music on - Asha Audio Release Year - 2014 তোর জন্য চিঠির দিন, খুশির কমিক্স বই | মাধ্যমিকের বাধ্য মেয়ে, তোকে ছোঁব সাধ্য কই ? তোর জন্য গলির পথ, বিকেল ছুটির ইস্কুল | তোর জন্য চ্যাপ্টা ফুল, আর আমার জন্য ভুল | তোর চোখের রঙ, যেন রামধনু গল্প বানায় | ফিরে তাকাস বরং, যদি রোদ পড়ে চোখের ডানায় | ভেবে কত কি যে যাই, জানি এ বোকামি আমাকে মানায় | তোকে নিয়ে ভিজে যাই, একা পথ হাঁটি মেঘলা ছাতায় | তোর জন্য পাখির ঠোঁট, মিষ্টি রঙ্গিন জল | তোর জন্য ইচ্ছেরা ব্যায় করছে অনর্গল | তোর জন্য ঘুড়ির গান, অবাক এক ফানুস | পকেটভর্তি ক্যাবলামি, খুব মস্ত বীরপুরুষ | তোর জামার বোতাম কেন রোদ মাখে অচেনা পাড়ায় ! তোর মিঠে ডাকনাম, হাসি হাসিগুলো কষ্ট বাড়ায় | সাদা যেটুকু কাগজ, মন তাই নিয়ে নৌকো বানায় | তোকে খুঁজে চলি রোজ, গোবেচারা বলে বন্ধু পাতায় |

Satabdi By Nachiketa. শতাব্দী -নচিকেতা

Image
শতাব্দী ______ নচিকেতা। যদি কখনো ফিরে আসো দেখবে তেমনি আমি আছি দাঁড়িয়ে সেই গান গেয়ে যা দিয়েছো আমায় তুমি সেই গান গাই সস্তা সিগারেট খাই ধুলো ছুঁয়ে যায় এই শরীর তোমার লাল মারুতি দুর্বার গতি ফুটপাতে স্থবির আমি তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ তোমার মুখ দেখি পোস্টারে কি ভালোবাসো কখন হাসো সব বিক্রি হয় বাজারে তবুও এই সস্তা জামার নীচে আজও এই হৃদয়ে জাগে হয়ত খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে দশ দশটা বছর আগে না না দশক ধরে নয় শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ যখন তুমি ষোলো অথবা সতেরো একসাথে গিয়েছি সিনেমায় এখন কোথায় সেদিন শুধুই বুকে নিকোটিন তোমায় দেখি রূপোলি পর্দায় প্রথম যেদিন তোমায় শুনিয়েছি গান তোমার দুটো চোখে ছিল প্রেরণা এখন প্রতি সন্ধ্যায় গলা কত গান গায় তবু মন বলে ভালো লাগে না যখন তোমার ছিল আকাশ তখন তুমি চাইলে খাঁচা এখন সোনার খাঁচায় খেলনা পাখি সেজে রাত্রিদিন সুতোয় নাচা তবুও এই সস্তা জামার নীচে আজও এ হৃদয় ভাবে ভাঙ্গবে খাঁচা এক না একদিন সত্যি ভালোবাসার অভাবে না না দশক ধরে নয় শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ

It's a game - Nachiketa

Image
আর্টিস্টঃ নচিকেতা অ্যালবামঃ কুয়াশা যখন বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু, চলছে নানান রঙের খেলা ট্র্যাপিজের সরু তারে হয়তো দুলছে কেউ রাজনীতি, পাশা কারো জনসমুদ্রে ঢেউ লক্ষ্য তো একটাই, ভাগ্য মুঠোতে চাই ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি হেরে গেলেই শেম শেম ইটস এ গেম, ইটস এ গেম।। বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত রাবন দেবতা হত সেখানে কেন পথ নিয়ে মাথাব্যাথা? কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা হেরে গেলেই শেম শেম ইটস এ গেম, ইটস এ গেম।। ভালোবাসা আসলেতে একটা চুক্তি জেনো, অণুভূতি টনুভূতি মিথ্যে কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস আসলে সবাই চায় জিততে ভালোবাসা! ভালবাসা আসলেতে পিটুইটারীর খেলা আমরা বোকারা বলি প্রেম। ইটস এ গেম, ইটস এ গেম।।

Bangla Song Ek Paye Nupur Amar Topu & Anila

Image
Bangla Song: Ek Paye Nupur Amar Singer: Topu & Anila এক পায়ে নুপুর আমার অন্য পা খালি এক পাশে সাগর , এক পাশে বালি তোমার ছোট তরী বল নেবে কি ? বলবনা আকাশের চাদ এনে দেব বলবনা তুমি রাজকন্যা সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা আমার ছোট তরী বল যাবে কি ? নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা নয় অকারণ প্রেমে অন্ধ জানি তুমি আমি আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব তোমার ছোট তরী বল নেবে কি ? চাদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা যত ভালোবাসী তারে দুরে রয়ে যাব, তত আমি জেনেছি এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর , এক পাশে বালি তোমার ছোট তরী বল নেবে কি ?