Posts

Showing posts from November, 2017

Jao Pakhi Bolo (Antaheen) lyrics

Image
Movie: Antaheen Song: jao pakhi bolo Singer: Shreya Ghoshal যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ ... যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে ... ... যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রুপকথা আনাচে -কানাচ আঙুলের কোলে জ্বলে জোনাকি জলে হারিয়েছি কান শোনা কি? জানলায় গল্পেরা কথা মেঘ যাও মেঘ চোখে রেখো এ আবেগ যাও পাখি বল হাওয়া ছল ছল আবছায়া জানলার কাঁচ

Boyosh 16 te Prem [ Movie: Rong DhonG ]

Image
Song: Boyosh 16te Prem Singer : Ady Music : Mahmudul Hasan Romance Lyric: D-man Rahman, Ahsan Sarawar কাকভেজা তোমার দেহে দুষ্টু চাহনি, নেশার নেশায় চোখের পাতায় মাতলামি, দেহ কখনও মিথ্যে বলে না, বিকেল বেলার রোদ, সিড়ি ঘরে সূর্যের কানামাছি খেলা। আমার নাটাই গেছে ভেঙ্গে, ছাদে ওঠার আছে আরও শত বাহানা। তোমার ছাদের রেলিংটা বদলেছে কত, যেন আলোরফাঁকে বিষফোড়ার মত। তুমি রোদ পোহাবার ছুতোয়, ছাদে আসতে নিয়ে গভীর বাসনা। আর ওভাবেই জমল মেলা, আমার বয়স ষোল তে প্রেম প্রেম খেলা। মনে আছে প্রথম সেই প্রথম তোমাকে দেখা । ছটফোটানো মন, ব্যাকুল সারাক্ষণ, এভাবে শুরু গল্পটা, কাকভেজা তোমার দেহে দুষ্টু চাহনি, নেশার নেশায় চোখের পাতায় মাতলামি, দেহ কখনও মিথ্যে বলে না, তুমি না দেখালেও আমি কামনা খুব বুঝি। তুমি রোদ ................. প্রেম প্রেম খেলা।

Ekhon onek raat - Anupom Roy

Image
Film : Hemlock Society Starring : Parambrata Chatterjee, Koel Mallick, Dipankar De, Roopa Ganguly and Others. Producer : Shree Venkatesh Films. Direction :Script and Screenplay: Srijit Mukherji. Music and Lyrics: Anupam Roy Singer : Anupam Roy এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ! ছুঁয়ে দিলে হাত, আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় ! কেন যে অসংকোচে অন্ধ গানের কলি, পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ ! আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ ! তোমার গানের সুর, আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগ-এর নীলে | জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে ! কেন যে অসংকোচে অন্ধ গানের কলি, পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! আমি ভাবতে পারিনি, তুমি বুকের ভেতর ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ ! আমি থামতে পারিনি, তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে

Paap Jomai (Aynabaji Movie Song) Movie: AYNABAJI

Image
Paap Jomai (Aynabaji Movie Song) Movie: AYNABAJI Paap Jomai (Aynabaji Movie Song) Offcial Band Endorsement : CHIRKUT যা দেখছো, তা তা না, সব দেখা,জানা না, এক দুনিয়া,ফানা ফানা, আরেক দুনিয়া,যাওয়া মানা, না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,আমার কি দোষ খালি পাপ জমাই।। জগৎে জনমে যাহারে মিলায় না, তাহারে খুঁজিতে মনো ধরে শুধু বায়না, না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই।। তোমার মাঝে অন্য কেউ বাজে, আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে, তারে তুমি দেখিতে চাওনা, লুকোচুরিতে নিজেরে পাওনা। না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই।
Image
Music Video: Karone Okarone (কারনে অকারনে) Singer: Minar Rahman Lyrics: Isteaque Ahmed Tune: Minar Rahman Music: Shaker Raza Director: Shahrear Polock কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামেই যত জোছনা নিলাম নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম ভেতরে বাহিরে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম চোখে জল নোনা কি নিয়ে গেলো জোনাকী কেনো আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেনো সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামে যত মেঘেদের গান জাগরণে তুমি ছিলে কোথায় যে কি ছিলে আমায় নিখোঁজ ভাব নিয়ে অভিমান #minar #minarforever #karoneokarone #musicvideo #minarrahman

Song : Deyale Deyale Singer : Minar

Image
Song : Deyale Deyale Singer : Minar Lyric : Robiul Islam Jibon Tune : Minar Rahman Music : Emon Chowdhury Natok : Tomar Amar Prem বলনা কেন তুমি বহুদূর , কেন আমি একা হৃদয়ে ভাঙচুর । জানো না তুমিহীনা এ আমার , সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর । ( ২ বার ) দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে , হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি । আড়ালে আড়ালে ,কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি ? কত রাত কেটে গেছে আধারে , নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ? কত ঘুম মিশে গেছে অজানায় জানে শুধু দু ' চোখ ভুল সে স্বভাবে । দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে , হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি । আড়ালে আড়ালে ,কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি ? তবু আমি তোমার অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো । বেঁচে থাকার আশ্রয় তুমি তোমাকেই শুধু বাসি ভালো । দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে , হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি । আড়ালে আড়ালে ,কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি ? বলনা কেন তুমি বহুদূর , কেন আমি একা হৃদয়ে ভাঙচুর । জানো না তুমিহীনা এ আমার , সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর ।

Ahare Mon a bengali song by Anupam Roy

Image
Ahare Mon a bengali song by Anupam Roy, Lyrics, music, singer - Anupam Roy আমরা যারা এই চেহারা হন্যে হয়ে রোজ পাহারা, তাও শুকিয়ে যায় ফোয়ারা, প্রেম পালিয়ে যায়। আলোর দড়ি জড়ায় তাকে, এমনিতে সে একলা থাকে, আজ কে জানে, কিসের ডাকে, প্রেম পালিয়ে যায়। আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা.. (২) আমরা যারা রঙ তুলিতে, স্বপ্ন ভরা এই ঝুলিতে.. (২) মরবো ভাবি সেই গুলিতে সে যদি তাকায়। আমরা যারা এই চেহারা, খেলছি তবু রোজ গোহারা, হারছি হেরে সর্বহারা, প্রেম পালিয়ে যায়। আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা.. (২) যেই ক্যামেরা দিচ্ছো খালি পোজ, ছদ্মবেশে ঘুরছি আমি রোজ.. (২) পদ্মপাতা জল, কাপছে টলমল, এই বুঝি সে আমার নিলো খোঁজ। আমরা যারা এই চেহারা হন্যে হয়ে রোজ পাহারা, তাও শুকিয়ে যায় ফোয়ারা, প্রেম পালিয়ে যায়। আহারে মন, আহারে মন, আহারে মন আহারে আহা.... (৪)

Tomake Bujhina Priyo Bengali song by Chandrani Banerjee

Image
Tomake Bujhina Priyo Bengali song by Chandrani Banerjee Music: Prasen Lyrics: Ritam Sen Arranged By: Prabuddha Banerjee Mixed & Mastered By Abhijit Roy তোমাকে বুঝিনা প্রিয় , বোঝো না তুমি আমায় দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়। গরাদ শোঁকে, সূর্যমুখী খয়েরি কুঁড়ির ফুল, সূর্য খুঁজে বেড়ায় তোমাকে জানিনা প্রিয়, জানোনা তুমি আমায় শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় দুচোখে তার পান্নাবাহার কান্না জমায়, কথায় কথায়। তোমাকে ডাকিনা প্রিয়, ডাকোনা তুমি আমায় জলপ্রপাত মাতে রুপোর মায়ায় তুলনাহীনা, জলের কিনার তোমার চুলের মত আনমনে আঙুল ডোবায়।

Song : Khio Obokash Singer : Tahsan

Image
Song : Khio Obokash Singer : Tahsan Lyric : Tahsan Tune & Music : Sajid Sarker Album : Obhiman Amar Label : Cd Choice শিরোনামঃ ক্ষীও অবকাশ এ্যালবামঃ অভিমান আমার কথা ,সুর ও কণ্ঠঃ তাহসান সংগীত: সাজিদ সরকার বিশ্ব ভ্রম্মান্ড অস্ত যায় না ,তোমার -আমার ইশারায় শ্রেষ্ঠত্ব নিয়ে বাজি ধরো ,নগন্য অস্তিত্ব নিয়ে নয়। জ্ঞান আর বুদ্ধির অহমিকায় ভুলে গেছো অবকাশ ক্ষমতার ভোগের লিপ্সায় পাহাড় সম সহবাস। আমি নিজেকে দেই সস্তি, তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীও অবকাশ। আমি নিজেকে দেই সস্তি, তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীও অবকাশ। প্রশ্ন নেই, উত্তর নেই আজ আমার অবকাশ। স্থবিরতায় অবকাশ, কর্মযজ্ঞে বিশাল প্রতিভা। কোন মৃত্তিকায় তৈরি আমি? কেউ তা বোঝে না! ব্যাপ্তি আমার ঊর্ধ্ব গগণে মেঘের সাথে শয়নে। জ্ঞান আর বুদ্ধির অহমিকায় ভুলে গেছো অবকাশ ক্ষমতার ভোগের লিপ্সায় পাহাড় সম সহবাস। আমি নিজেকে দেই সস্তি, তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীও অবকাশ। আমি নিজেকে দেই সস্তি, তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীও অবকাশ। আমি নিজেকে দেই সস্তি, তোমার জন্যে শান্তি বিশ্ব জগতে ক্ষীও অবকাশ। আমি নিজেকে দেই সস্তি, তোমার

Song: "Ahare Jibon" Movie: Doob(No Bed Of Roses) Music: Chirkutt

Image
Song: "Ahare Jibon" Movie: Doob(No Bed Of Roses) Artist - Irrfan Khan, Nusrat Imrose Tisha, Parno Mittra, Rokeya Prachy, and others. Director - Mostofa Sarwar Farooki Producer - Eskay Movies, Jaaz Multimedia Co-Producer - Irrfan Khan Lyrics: Sharmin Sultana Shumi Tune: Pavel Areen Music: Chirkutt কার্নিশে ভুল, অবেলা বকুল, থাকো ছুঁয়ে... একুল, ওকুল । থাকো ছুঁয়ে ... শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিয়ন আকাশ । আবছায়া চলে যায় হিজলের দিন , অভিমান জমে জমে আমি ব্যথাহীন । - [ ২ বার ] আহারে জীবন ... আহা জীবন ! জলে ভাসা পদ্ম যেমন । আহারে জীবন ... আহা জীবন ! জলে ভাসা পদ্ম জীবন । আহা পারতাম, যদি পারতাম , আঙুল গুলো ছুঁয়ে থাকতাম । বিষাদেরই জাল , টালমাটাল , এ কোন দেয়াল , এ কোন আড়াল । চাই হয় গোধূলি , কারে যে বলি , এ কোন শ্রাবণ আজ বয়ে চলি । আহারে জীবন ... আহা জীবন ! জলে ভাসা পদ্ম যেমন । আহারে জীবন ... আহা জীবন ! জলে ভাসা পদ্ম জীবন । আহা সংশয় , যা হবারই হয় বোঝেনা হৃদয় কত অপচয় , কনক্রিট মন , মিছে আলাপন বিসর্জনে ক্লান্ত ভীষণ । মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ , ঢেউ ঢে

Song: Tumi Chaile (OST of Eid Telefilm "Happy Ending")

Image
Song: Tumi Chaile (OST of Eid Telefilm "Happy Ending") Lyric / Tune / Singer: Zia Raj Cast : Siam & Sabila Nur. Direction : Jakaria Showkhin. তুমি চাইলে আমি তোমার.. না চাইলেও তুমি আমার.. তুমি বসে থাকলেই আমি.. আবেগে উড়ে যাই.. তুমি চলে গেলে আমি.. আমি যেন আমি নাই.. অন্তঃরাতের ছায়াপথে.. হারিয়েছ কি না জানি না.. শুধু জানি তুমি আছো খুব কাছে.. ছোঁয়া তো যাবে না.. তোমায় আমি লিখে দিলাম.. আমার প্রিয় আকাশ.. তোমার মাঝে গড়ি আমি.. আমার বসবাস.. ঘুম ভাঙা অস্থির প্রহরে.. সাদাকালো রোদের আল্পনা.. নি:শ্বাস ফিরে আসে বারেবার.. ফিরে আসে তোমার কল্পনা.. তোমায় আমি লিখে দিলাম.. আমার প্রিয় শহর.. তোমার মাঝে ছুঁয়ে দিলাম.. পূর্নিমা রাত..

আমরা – মলয় বাতাসে ভেসে যাবো Singer: Sahana Bajpaie

Image
Song Name: Moloyo Batashe Singer: Sahana Bajpaie Arranged by: Samantak Sinha Directed by: Arkava Banerjee আমরা – মলয় বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের মধু করিব পান; ঘুমোবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। কবিতা করিবে আমারে বীজন প্রেম করিবে স্বপ্নসৃজন, স্বর্গের পরী হবে সহচরী, দেবতা করিবে হৃদয়দান। সন্ধ্যার মেঘে করিব দুকূল, ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধরায় লুটিব সিন্ধুর সনে সাগরে ছুটিব ঝঞ্ঝার সনে গাহিব গান।